কিশোরগঞ্জে তিন উপজেলায় ইটনা, নিকলি ও করিমগঞ্জে বৃহস্পতিবার (৮ জুলাই) পানিতে ডুবে ৩ শিশুসহ ৪ জন মারা গেছেন।
নিহতরা হলেন, ইটনার বাদলা ইউনিয়নের শিমলা শান্তিপুর গ্রামের পাপিয়া আক্তার, ফারজানা আক্তার, করিমগঞ্জ উপজেলার কলাতুলি পশ্চিমপাড়া গ্রামের শিশু জাহাঙ্গীর।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান জানান, বাড়ির পাশে খেলা করার সময় বর্ষার পানিতে ডুবে মারা যায় পাপিয়া আক্তার ও ফারজানা আক্তার নামে ৫ বছর বয়েসী ২ শিশু। পরে পথচারিরা তাদের একে-অপরকে জড়িয়ে ধরে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মৃত উদ্ধার করেন।
একই দিন করিমগঞ্জ সদরের কলাতলী পশ্চিমপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে জাহাঙ্গির নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়। সবার অজান্তে শিশুটি পুকুরের পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে দ্রুত করিমগঞ্জ উপজেলা হাসাতালে নেয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।