ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ইন্দোনেশিয়ায় গত ১৭ দিনে ১১৪ জন চিকিৎসক মারা গেছেন। রোববার ইন্দোনেশিয়ার ডক্টর্স অ্যাসোসিয়েশন (আইডিআই) এ তথ্য জানিয়েছে।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৪ হাজার ৭২১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে এক হাজার ৯৩ জন।
আইডিআই জানিয়েছে, ১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা মহামারি শুরুর পর এ পর্যন্ত মোট ৫৪৫ জন চিকিৎসক মারা গেছেন।
আইডিআই কর্মকর্তা মহেসা পারানাদিপা জানিয়েছেন, তারা উদ্বিগ্ন যে, চিকিৎসা ব্যবস্থা এই ধাক্কা সামাল দিতে পারবে না।