এবার করোনাভাইরাস কেড়ে নিল তরুণ অভিনেতা ও ইউটিউবার রাহুল ভোরার প্রাণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।
রোববার (১০ মে) ভারতের দিল্লির রাজিব গান্ধি সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুম্বাই মিরর এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র বলেন —হাসপাতালে ভর্তির পর থেকেই রাহুলের অক্সিজেনের মাত্রা কমতে থাকে। মৃত্যুর আগে ফেসবুকে ভালো চিকিৎসার জন্য আবেদন জানিয়েছিলেন রাহুল।
এই স্ট্যাটাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়াকে ট্যাগও করেন তিনি। কিন্তু কোনো সাহায্য আসার আগেই মৃত্যু হয় তার। আর রাহুলের মৃত্যুর একদিন পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে দারুণ আলোচনা হচ্ছে।
এনএইচ২৪/জেএস/২০২১