করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম। গতকাল সোমবার (১৭ আগস্ট) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পুলিশ কমিশনারের নমুনা পরীক্ষা করলে তার রিপোর্ট পজিটিভ আসে।
এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনার উপসর্গ থাকায় সোমবার সকালে নমুনা দেন গোলাম কিবরিয়া বিপিএম। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং বাসায় অবস্থান করছেন।