মহামারি করোনা সংক্রমণের লক্ষ্যে সরকারের দেয়া লকডাউনেও শতভাগ সচল রয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। চলছে স্বাভাবিক কার্যক্রম।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক শনিবার (৩ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, লকডাউনে সবকিছু বন্ধ থাকলেও চট্টগ্রাম বন্দর লকডাউনের আওতামুক্ত। ফলে এখানে আমদানি রপ্তানির সকল কার্যক্রম যথানিয়মে চলমান আছে। স্বাস্থ্যবিধি মেনে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করছেন।
তাছাড়া, বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং স্বাভাবিক আছে। নিজস্ব পরিবহনের মাধ্যমে কর্মকর্তা ও শ্রমিকদের বন্দরে আনা নেওয়া করছে সাইফ পাওয়ারটেক।