কক্সবাজারে আদালত ভবন ঘেরাও করে ছাত্র-জনতার বিক্ষোভ

0
106
Newshunter24, Cox's Bazar, court, student crowd, protest, mass gathering, killer, student movement,

বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিপ্লবে গণহত্যার বিচার, ছাত্র-জনতার ৫ দফা দাবি বাস্তবায়ন, ছাত্র হত্যাকারীদের জামিন প্রদানের প্রতিবাদে এবং অভিযুক্ত বিচারকদের দ্রুত প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে আদালত ঘেরাও এবং ছাত্র-জনতার গণজমায়েত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার ব্যানারে বুধবার (২৩ অক্টোবর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

আরও পড়ুন: ‘রাষ্ট্রপতিকে অপসারণের কোনো সিদ্ধান্ত হয়নি’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার নেতারা অবিলম্বে তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এ সময় সমন্বয়করা বক্তব্য রাখেন। একই এসব কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন আইনজীবীরাও।

তারা বলেন, এখনো শহীদ ছাত্র-জনতার রক্তের দাগ শুকায়নি। কিন্তু আপনারা বিএনপি-জামায়াতের আইনজীবীরা স্বৈরাচারের দোসর খুনি-হামলাকারীদের জামিন করাচ্ছেন। এই বেঈমানী ছাত্ররা মেনে নেবে না। একইসঙ্গে খুনি ও দোসরদের জামিন মঞ্জুরকারী বিচারকদের ক্ষমা করা হবে না। তাদেরকে অতিশিগগিরই অপসারণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here