চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
শুক্রবার (৮ নভেম্বর) দিনগত রাত ১২ টার দিকে উড়াল সড়কের সিইপিজেড এলাকায় লালখানবাজার মুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোকতার (২৮) ও রুবেল (৩৬)। তারা নগরের সদরঘাট থানার মাদারবাড়ি এলাকার বাসিন্দা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুত গতির দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে ফেলে থেকে ছিটকে পড়েন তারা। এতে দুমড়ে-মুচড়ে যায় মোটরবাইক দুটিও। ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।
আরও পড়ুন: মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ, বিপাকে প্রবাসীরা
চট্টগ্রাম ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। খবর পেয়ে আমরা একজনের মরদেহ বিদ্যুতের খুঁটির সাথে পড়ে থাকতে দেখি। অন্যজনের মরদেহ সড়কের একপাশে পড়েছিল। পতেঙ্গা থেকেই বাইক দুটি আসছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।