এবার বিয়ের পিড়িঁতে ক‌্যাটরিনা-ভিকি!

0
711

বলিউডের অন্যতম আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। চুটিয়ে প্রেম করছে এ যুগল আর তা নিয়েই মুখর বলিপাড়া। সম্প্রতি এই যুগলের বিয়ের খবর নিয়ে উত্তাল নেটজগৎ।

শুধু তাই নয় ক্যাটরিনার বিয়ে সালমান খান কীভাবে ‘চান্না মেরেয়া’ গাইবেন তা নিয়ে চলছে দারুণ ট্রল।

রোকার পর অনুষ্ঠিত হবে বাগদান। তার পরেই সাত পাকে বাঁধা পড়বেন ভিকি-ক‌্যাটরিনা। কিন্তু নেটমাধ‌্যমে ঘুরে বেড়ানো এসব তথ‌্য কি সঠিক?

বিষয়টি নিয়ে ক‌্যাটরিনা মুখ না খুললেও বক্তব‌্য দিয়েছে ক্যাটরিনার টিম। তারা জানিয়েছে, ক্যাট-ভিকির বিয়ে হচ্ছে না। আর পুরো বিষয়টি মিথ্যা।

সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি অভিনীত ‘শেরশাহ’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন নির্মাতারা। এতে হাজির হয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ভিডিও ভাইরাল হয়। এ নিয়েও আলোচনায় উঠে আসেন ক‌্যাটরিনা।

এর আগে এক সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘আশা করছি বিষয়টিকে আপনারা সম্মান করবেন। আমার ব্যক্তিগত বিষয় গোপন রাখতে চাই। কারণ যদি খোলাসা করি অনেক আলোচনা ও ভুল বোঝাবুঝি শুরু হবে। এটি চাইছি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here