সম্প্রতি নিখোঁজ হয়েছেন এ সময়ের সকলের প্রিয় ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে বৃহস্পতিবার (১০ জুন) নিখোঁজ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী ও মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন। নিখোঁজের ৬ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত আবু ত্ব-হার কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রংপুর জেলা পুলিশ বলছে, তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু আবু ত্ব-হা ঠিক কোথায় থেকে নিখোঁজ হয়েছেন তা এখনো নিশ্চিত নয় পুলিশ।
এনএইচ২৪/জেএস/২০২১