আশুলিয়ার নিরিবিলি আন্সার ক্যামের পেছনের এলাকার একটি খোলা মাঠ থেকে শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নিখোঁজ সাংবাদিক সিয়াম সারোয়ার জামিলকে হাত বাঁধা অবস্থা উদ্ধার করেছেন স্থানীয়রা।
এরআগে, বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ফেসবুকে এক স্ট্যাটাস দেওয়ার ৩ ঘণ্টা পর ঢাকার পশ্চিম নাখালপাড়ায় বড় বোনের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সিয়াম।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জিয়াউল ইসলাম এ ব্যাপারে বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তবে স্পষ্টভাবে জানি না। যেহেতু তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
এনএইচ২৪/জেএস/২০২১