আবারও মা হচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া!

0
415

সম্প্রতি প্রকাশ্যে আসা কিছু ছবি ঘিরে নতুন গুঞ্জনের সূচনা হয়েছে যে দ্বিতীয়বারের মতন মা হচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

ঐশ্বরিয়া, তার স্বামী-অভিনেতা অভিষেক বচ্চন ও তাদের একমাত্র কন্যা আরাধ্য গিয়েছিলেন দক্ষিণী তারকা এস শরৎ কুমারের বাড়িতে। সেখানে তারা একসঙ্গে নৈশভোজ সেরেছেন। শরৎ কুমারের পরিবারের সঙ্গে ক্যামেরাবন্দীও হয়েছেন এ তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো শেয়ার করেন শরতের মেয়ে ভারালক্ষ্মী। ক্যাপশনে লেখেন, গতকাল রাতে খুব প্রিয় তিনজনের সঙ্গে দারুণ সময় কাটালাম।

ঐশ্বরিয়া, অভিষেক বচ্চন এবং তাদের আদরের মিষ্টি মেয়ে আরাধ্যা বচ্চন। ছবিতে দেখা যায়, কখনো হাত দিয়ে নিজের পেট আড়াল করছেন ঐশ্বরিয়া, আবার কখনো সবার পেছনে দাঁড়িয়েছেন। কিন্তু কোনোভাবেই লুকাতে পারলেন না বেবিবাম্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here