আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেরেরা

0
1281

মাত্র ৩২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই জাতীয় দল থেকে অব্যাহতি নিয়ে নিলেন তিনি।

শ্রীলঙ্কার জার্সি গায়ে আর না দেখা গেলেও, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে খেলে যাবে এ মারকুটে অলরাউন্ডার।

এখন অবসর নেয়ায় সমাপ্তি ঘটল পেরেরার ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের।

২০০৯ সালের ডিসেম্বর মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন তিনি। এরপর ২০১০ সালের মে মাসে টি-টোয়েন্টি এবং পরের বছর হয় টেস্ট অভিষেক।

অভিষেকের পর অবসরের আগ পর্যন্ত খেলেছেন ১৬৬টি ম্যাচ। এ সময় ব্যাট হাতে ২ হাজার ৩৩৮ রান করেন। সেঞ্চুরি ১টি ও হাফসেঞ্চুরি ১০টি। উইকেট নিয়েছেন ১৭৫টি। সর্বোচ্চ ৪৪ রান দিয়ে ৬ উইকেট।

দেশের হয়ে টি-টোয়েন্টর ৮৪টি ম্যাচে ১২০৪ রান ও ৫১ উইকেট রয়েছে পেরেরার ঝুলিতে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here