চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন এক লাখ ৮৩ হাজার
পুলিশ জানিয়েছে, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত দুদিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে চন্দনের লোকেশন জানতে পেরে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয় পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে নামেন চন্দন। নেমে স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। পরিকল্পনা ছিল রাত গভীর হলে শ্বশুরবাড়ি যাবেন। তবে রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। চন্দনকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।