অবশেষে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান

0
1332

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটল আর্জেন্টিনার। বিখ্যাত মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ১৯৯৩ সালের পর কোপা আমেরিকার ট্রফি জিতলো আর্জেন্টিনা। এরপর যেন চলেছে মান অভিমানের খেলা।

তবে এবার পূরণ হয়েছে তাদের সেই অধরা স্বপ্ন সেই সাথে অবসান ঘটেছে তীব্র অপেক্ষারও। এবার লাতিন আমেরিকার মর্যাদার ট্রফিটা হাতে নিয়ে দেরি করেননি; দিলেন গাড় চুম্বন। এরপর উল্লাস করতে করতে গেলেন সতীর্থদের কাছে; লাফিয়ে উঠলেন বেশ কয়েকবার!

সতীর্থরা শূন্যে ভাসিয়ে উৎসব করেছেন দলের প্রাণভোমরাকে; গুরু লিওনেল স্কালোনিকে জড়িয়ে মেসি কেঁদেছেন পাওয়ার আনন্দে। কত কিছুই না সাক্ষী হয়ে থাকলো এই মারাকানা!

আর মাঠ থেকে ফিরে ড্রেসিংরুমে বাঁধনহারা আনন্দে মেতে ওঠেন মেসিরা। এক ভিডিও দেখা যায়, উন্মাতাল মেসি ট্রফি ধরে নাচছেন। আর তাকে ঘিরে সতীর্থরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here