অনার্স পাস না করেই বিসিএসে দশম!

0
1585
bcs, honours

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের english and american literature এ পড়ােশোনা করেছেন ফয়সাল তানভীর। অনার্স পাস করার আগেই তিনি ৩৮তম বিসিএসে প্রথমবারের মত অংশ নেন। অনার্সের অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই তিনি প্রথম ভাইভা দিয়েছিলেন। তার প্রথম পছন্দ ছিল পুলিশ ক্যাডার।

সেই স্বপ্নই ছুঁয়েছেন তিনি। ৩৮তম বিসিএসে পুলিশ ক্যাডারে তিনি ১০ম হয়েছেন।ফয়সাল তানভীর তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফেইসবুকে লিখেন, আমি খুবই ভাগ্যবান। ধন্যবাদ সবাইকে যারা পাশে ছিল এ বন্ধুর পথে। আমার ভালোবাসার ছোঁয়ামনি, আমার সবসময়ের সাহস আমার বড়আপু, এবং অবশ্য অবশ্যই আমার বাবা মা।বন্ধু,ভাই-বেরাদার দের কথা উল্লেখ করতে গেলে কলমের কালি শেষ হয়ে যাবে। তাই আর লিখলাম না তাদের নাম। আমি জানি তারা ঠিকই বুঝে নিবে আমি কার কার কথা বলতে চাচ্ছি।

জানা গেছে, ফয়সাল তানভীর নাটোর গভ. বয়েজ হাইস্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে। পরে তিনি ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here