৪২ বছরের শাকিবের নায়িকা ২১ বছরের পূজা!

0
933

এস এ হক অলিক এর নির্মিত ‘গলুই’ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে পূজা চেরি।

শাকিব খানের সাথে অভিনয় করা নিয়ে সংবাদমাধ্যমকে দেয়া এক সাংক্ষাৎকারে পূজা বলেন, আসলে বয়সের সঙ্গে পার্থক্য থাকলে তো সিয়ামের সঙ্গে আমার অভিনয় করা হতো না, রোশানের সঙ্গে অভিনয় করা হতো না, নিরবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া হতো না। শাকিব ভাইয়ার সঙ্গে বয়স ডাজন’ট ম্যাটার।”

প্রসঙ্গ থেকে না বেরিয়ে সেটাকে আরো প্রস্বস্ত করলেন পূজা। বললেন, ‘শাকিব ভাইয়া এখনো বয়সকে ধরে রেখেছেন। এখনো তিনি যথেষ্ট ইয়াং দেখতে।

সত্যি কথা বলতে কি, আমি কেন আমার পরের প্রজন্মের মেয়েরাও শাকিব খানের নায়িকা হতে পারবে। শাকিব খানের সঙ্গে অভিনয়ের বিষয়ে আমার কোনো ভয়ডর কাজ কাজ করছে না বরং একটা সন্তুষ্টি কাজ করছে।’

বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেবেন পূজা চেরি। সেখানে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা শুটিং চলবে। এরপরে ঢাকায় ফিরে আসবেন। টাঙ্গাইলের মহেড়া রাজবাড়িতে সম্ভবত শুটিং হবে বলে জানান পূজা। তবে তিনি সেটা অনুমান ও আবছা শোনা থেকেই বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here