হাসপাতালে ভর্তি অন্তঃসত্ত্বা নুসরাত, আজ দুপুরে অস্ত্রোপচার

0
432

কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে বুধবার (২৫ আগস্ট) রাতে ভর্তি করা হয়েছে টলিউড অভিনেত্রী নুসরাত জাহানকে। আজ (২৬ আগস্ট) দুপুরে তার অস্ত্রোপচার হবে।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, নুসরাত জাহানের বর্তমান শারীরিক অবস্থা স্টেবল আছে। দুপুর ১২-১টার মধ‌্যে তার অস্ত্রোপচার হবে। এজন‌্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন চিকিৎসকরা। সিজারের পর মা ও শিশুর জন‌্য সব ধরনের সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতাও রয়েছে পার্ক স্ট্রিটের এই হাসপাতালের।

অন‌্যদিকে হাসপাতালের নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করা হয়েছে। তা উল্লেখ করে সংবাদমাধ‌্যমটি জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ কড়া নিরাপত্তা ব‌্যবস্থা করেছেন। যারা হাসপাতালে আসছেন, তাদের আসার কারণ যাচাই করেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here