সোমবার থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ

0
1546

মহামারি করোনার বৃদ্ধির কারণে সোমবার (৫ এপ্রিল) থেকে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সভায় শনিবার (৩ এপ্রিল) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (কাব) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে।

এদিকে, সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে বিমান কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করবে বলেও জানিয়েছেন কাবের চেয়ারম‌্যান।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে সারা দেশে এক সপ্তাহের জন‌্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

এনএইচ২৪/জেএ/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here