নীলফামারীর সৈয়দপুরে দিনেদুপুরে এক প্রতিবন্ধি ফেরিওয়ালার টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। রবিবার বিকেলে (৪ জুলাই) শহরের মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, শহরের মুন্সিপাড়া এলাকার গোলাম মোস্তফা’র শারীরিক প্রতিবন্ধি ছেলে মো. ভুট্টু পারভেজ (৩২) একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সে হুইল চেয়ারে করে শহরতলীর বিভিন্ন মুদি দোকানে মালামাল পাইকারী বিক্রি করে। ঘটনার দিন ঢেলাপীরে মালামাল দিয়ে বাড়ি ফিরছিল।
মিস্ত্রিপাড়া বাইপাস এলাকায় আসলে মাস্ক পড়া তিন যুবক ধারালো ছুরি দেখিয়ে ভুট্টুর পথরোধ করে এবং তার কাছে থাকা ব্যবসার ২৭শ’ টাকা ছিনিয়ে নেয়। এসময় ভুট্টু চিৎকারের চেষ্টা করলে ছিনতাইকারীরা তার হুইল চেয়ারের উল্টে পালিয়ে যায়।