সিলেটে করোনায় মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৪শ

0
1338

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিভাগ সিলেটে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত চার জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫৬ জন। এর মধ্যে বুধবার (২৩ জুন) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে চারজনের।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শনাক্ত হওয়া ৫৮ জনই সিলেট জেলার বাসিন্দা। আর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন, সুনামগঞ্জ জেলার ১৯ জন, হবিগঞ্জ জেলায় ১৬ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় সুস্থ হয়েছেন ৮৫ জন। সবমিলিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ২৩ হাজার ৪১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here