পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার দারকি শহরের কাছে সোমবার (৭ জুন) সকালে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন।
রেলওয়ে বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে লাইনচ্যুত হয়। রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘোটকি জেলার ডেপুটি কমিশনার ওসমান আবদুল্লাহ জানান, ‘ট্রেন দুর্ঘটনায় অনন্ত ৩০ জন নিহত হয়েছেন। ৫০ জন আহত হয়েছেন। ট্রেনের ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে।
এর মধ্যে ৬ থেকে ৮টি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনও উদ্ধার অভিযান চলছে। রোহরি থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।
এনএইচ২৪/জেএস/২০২১