সালমানের পর হত্যার হুমকি পেলেন শাহরুখ খান

0
90
Newshunter24, Bollywood, Salman Khan, Shahrukh Khan, Death Threat, Mumbai Police,

সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকির পর এবার হত্যার হুমকি পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। টেলিফোনে এই হুমকি পাওয়ার পর মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা করেন কিং খান।

ভারতীয় সংবাদ সূত্র বলছে, মামলাটি বিএনএসের ৩০৮ (৪) এবং ৩৫১ (৩) (৪) ধারায় নথিভুক্ত করা হয়েছে। পুলিশ কলদাতাকে খুঁজে বের করতে এবং অভিনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

আরও পড়ুন: জানুয়ারি থেকে বোরকা পড়লেই গুনতে হবে জরিমানা

জানা গেছে, মুম্বাই পুলিশ ছত্তিশগড়ের রায়পুরে কলটি ট্রেস করেছে। তারপর থেকেই সেখানে তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর সালমান খানের বিরুদ্ধে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একটি হুমকি বার্তা পেয়েছিল মুম্বাই পুলিশ। হুমকি বার্তাটি অভিনেতাকে দুটি বিকল্প দিয়েছিল ক্ষমা চাওয়া বা বেঁচে থাকার জন্য ৫ কোটি রুপি দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here