সারাবিশ্ব করোনা আক্রান্ত ছাড়াল ১৮ কোটি ৮০ লাখ

0
349

মহামারি করোনার আক্রমণের পর থেকে সারাবিশ্বে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১৮ কোটি ৮০ লাখ। এই মহামারি করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত গোটাবিশ্ব।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ২৯৩ জনের। শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ৮৬ হাজার ১১৯ জনের। সুস্থ হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৭৬১ জন।

এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হলো ১৮ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৪১২ জনের। মোট মৃত্যু হয়েছে ৪০ লাখ ৫৫ হাজার ৪৭৯ জনের এবং করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ৫৭৮ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন। মারা গেছেন ১৬ হাজার ৬৩৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here