সারাবিশ্বে মহামারি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৩ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ কোটি মানুষ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার (১০ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ লাখ ৬ হাজার ৩১৩ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৯২৯ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৯০৬ জন।
এনএইচ২৪/জেএস/২০২১