সারাদেশে গত এক সপ্তাহ ধরে কমেছে মহামারি করোনার পরীক্ষার সংখ্যা। তবে বেড়ে চলছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা।
চলতি বছরের এপিডেমিওলজিক্যাল ১৫তম সপ্তাহে করোনা আক্রান্ত সন্দেহে এক লাখ ৭৭ হাজার ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় ৩৬,৩১৫ জন রোগী শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৪৩৭ জন এবং মারা গেছেন ৬২২ জন।
শনিবার (১৭এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত দুই সপ্তাহের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, নমুনা পরীক্ষা ১৯.৭৭ শতাংশ ও শনাক্ত ২৫.৩৭ শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে মৃত্যু ৩৮.৮৪ শতাংশ এবং সুস্থতা ৬১.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে দেশে করোনা আক্রান্ত হয়ে শনিবার (১৭ এপ্রিল) টানা দ্বিতীয় দিনের মতো ১০১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬৯ জন ও নারী ৩২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৮৩ জন।
এনএইচ২৪/জেএস/২০২১