সাইবেরিয়ায় বনাঞ্চলে বিমান বিধ্বস্ত, নিহত ৪

0
451

সাইবেরিয়ার বনাঞ্চলে ইরকুৎস্ক শহর থেকে উড়ে আসা ‘এল- ফোর ওয়ান জিরো’ নামের একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪ জন। বিমানটিতে মোট ১৬ জন আরোহী ছিলেন। রোববার (১২ সেপ্টেম্বর) জীবিত উদ্ধার করা হয়েছে বাকি ১২ আরোহীকে।

রাশিয়ার জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, ইরকুৎস্ক শহর থেকে উড়ে আসা ‘এল- ফোর ওয়ান জিরো’ বিমানটির গন্তব্য ছিল কাজাশিনকোয়ে এলাকায়। পথে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।

তবে ঝড়ো আবহাওয়ার কারণে সঠিকভাবে বিমানটিকে মাটিতে নামানো যায়নি। শেষ মুহুর্তে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। পরে স্থানীয়দের সহযোগিতায় আটকে পড়া আরোহীদের রাতেই উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here