শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ

0
1335

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। রাত ৯টা ৫১ মিনিট। বৃষ্টিতে ৩য়বার থামলো ম্যাচ, তখন ৩৮ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৯ উইকেটে ১৪১ রান। আরও আগেই জয়ের সুবাস পাওয়া বাংলাদেশকে একটু থামতে হলো।

আবার যখন খেলা শুরু হলো, তখন আম্পায়ার ঘোষণা দিলেন আর ২ ওভার খেলা হবে, যেখানে শ্রীলঙ্কাকে করতে হবে ১১৯ রান! ১৫ রানের বেশি করতে পারলো না তারা। বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ১০৩ রানে হারিয়ে তাদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ।

এতদিন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে সাতটি ওয়ানডে জিতলেও, সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ সিরিজেই লঙ্কানদের হারিয়ে ইতিহাস গড়ল টাইগাররা।

১ম ম্যাচে ২৫৭ রান করেছিল বাংলাদেশ। মেহেদি, মোস্তাফিজুরদের বোলিংয়ে এসেছিল ৩৩ রানের জয়। আজ ২য় ম্যাচে মুশফিকুরের সেঞ্চুরিতে ভর করে স্কোরবোর্ডে দাঁড়ায় ২৪৬ রানের সংগ্রহ। যেখানে মুশফিকের একার সংগ্রহই ১২৫ রান।

আগেরদিনের চেয়ে ১১ রান কম করলেও, আজকের জয় আরও বড় ব্যবধানে। শেষ মুহূর্তে মেঘ-বৃষ্টির লুকোচুরিতে ডিএল মেথডে টাইগারদের জয় এলো ১০৩ রানে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here