মাত্র দেড় লাখ টাকায় শব্দ ও ধোঁয়াবিহীন দুই সিটের একটি কার তৈরি করে গ্রামে তাক লাগিয়ে দিয়েছেন ঢাকার এক ক্যামিকেল কারখানার শ্রমিক সেলিম মিয়া।
সেলিম মিয়া রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের পালিচড়া এলাকার বাসিন্দা। তার তৈরি করা গাড়িটি পরীক্ষামূলকভাবে চালিয়েছেন।
এ ব্যাপারে সেলিম মিয়া জানান, আমি ঢাকার একটি ক্যামিক্যাল কারখানায় মেকানিক হিসেবে চাকরি করার পাশাপাশি নানান ধরনের জিনিস তৈরি করে থাকি। মাথায় চিন্তা আসে অল্প টাকায় গাড়ি তৈরি করা যায় কিনা। সেই চিন্তা থেকে দীর্ঘ এক বছর ধরে চেষ্টার পর ব্যাটারিচালিত পরিবেশবান্ধব দুই সিটের গাড়ি তৈরি করি।
গাড়িটির চাকার সাথে একটি পেনিয়াম লাগিয়ে চালালে অটোচার্জ হবে অথবা বিদ্যুৎ দিয়ে চার্জ দেয়া যাবে। শব্দ নেই, ধোঁয়াবিহীন পরিবেশবান্ধব কারটি ঘন্টায় ৪৫/৫০ কিলোমিটার বেগে চলতে পারবে। এই কারটি তৈরি করতে তার খরচ হয়েছে মাত্র ১ লাখ ৫০ হাজার টাকা।
এনএইচ২৪/জেএ/২০২১