মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিন আজ। ৫মদিনের লকডাউনেও লক্ষ্মীপুরে কঠোর অবস্থানে প্রশাসন থাকলেও প্রয়োজনে-অপ্রয়োজনে বের হচ্ছে মানুষ। এসময় সাধারণ মানুষের চলাচল নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঠিক জবাব না দিলে তাদের ফিরিয়ে দিচ্ছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
এদিকে জেলার ৫টি উপজেলায় গত চারদিনে ৩১২টি মামলায় প্রায় ৩ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা না মানায় ৩১২ জনকে এ অর্থদন্ড করা হয় বলে জানান জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে জেলা প্রশাসক কার্যালয়ের গঠিত ১৮টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এছাড়া বন্ধ রয়েছে সকল ধরনের গণপরিবহন।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, লকডাউন বাস্তবায়ন করতে জেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে শহরে টহল দিচ্ছে আইনশৃংখলা বাহিনী, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। এটি অব্যাহত থাকবে। যদি কেউ সরকারী নির্দেশনা অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।