লকডাউনে বন্ধ হয়ে গেল শাকিব খানের শুটিং

0
1373

সম্প্রতিই ‘লিডার, আমিই বাংলাদেশ‘ নামের এক নতুন সিনামার শুটিং করছিলেন বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খান।

সিনেমাটির পরিচালক তপু খান জানিয়েছে, সিনেমার শুটিং প্রায় ৭০ ভাগ শেষ হলেও বাকি কাজ লকডাউনের কারণে শেষ করা সম্ভব হচ্ছে না।

যদিও শুটিংয়ের সব প্রস্তুতি নিয়ে রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউনের ঘোষণা আসায় সিনেমার বাকি অংশের শুটিং অনিশ্চিত হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে তপু খানবলেন, ‘সর্বশেষ এফডিসিতে শুটিং করেছি। শাকিব ভাই নিজেই চাচ্ছিলেন দ্রুত কাজ শেষ করতে। কিন্তু চলমান পরিস্থিতিতে কাজ করা কতটুকু সম্ভব হবে বুঝতে পারছি না। যদিও শুটিং বন্ধের কোনো নির্দেশনা আমরা এখনও পাইনি।’

তিনি আরও বলেন, ‘সিনেমা হল যদি বন্ধ থাকে তাহলে সেটি আর সম্ভব হবে না। তারপরও আমরা কাজটি শেষ করে রাখতে চাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here