মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া ১৯ জনের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ ছিলো। করোনার উপসর্গ ছিলো ১১ জনের। মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর ৬ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, বগুড়ার একজন এবং সিরাজগঞ্জের ১জন ছিলেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৫০৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।