রাজধানীর পল্লবী থানা এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে জাল টাকাসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম মঙ্গলবার (৬ জুলাই) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, সোমবার রাতে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এলাকা থেকে ফজলে রাব্বী ও মোহসীনের দেহ তল্লাশি করে জাল টাকাসহ আটক করা হয়। এ সময় ফজলে রাব্বীর কাছে ৭৯টি ১০০০ টাকার জাল নোট এবং মোহসীনের কাছে ২০টি ১০০০ টাকার জালনোট পাওয়া যায়।
পরে তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করা হয় এবং তদন্ত অব্যাহত রয়েছে।