রংপুরে অবৈধ ওষুধ বিক্রেতা আটক, ১লাখ টাকা জরিমানা

0
1172

রংপুরে অবৈধ ওষুধ বিক্রির মূল হোতা শাহিনকে আটক করে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৭ এপ্রিল) বিকেলে নগরীর মুলাটোল পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহিনুর বিভিন্ন অবৈধ ও নিম্নমানের বিদেশি পণ্য আমদানি-রফতানির ব্যবসার আড়ালে গ্রাহকদের লোভনীয় অফারে আকৃষ্ট করে আসছিলেন। যুবকদের টার্গেট করে নির্দিষ্ট পরিমাণ পণ্য বিক্রিতে লোভনীয় অফার দিয়ে প্রতারণা করছিলেন তিনি।

শুধু তাই নয়, মোটরসাইকেল, গাড়ি, চারতলা বাড়িসহ বিভিন্ন নামীদামি জিনিস দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছে মোটা অংকের টাকাও নিয়েছেন শাহিনুর রহমান।

শনিবার মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে মাহিন এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অবৈধ মেডিকেল পণ্যসামগ্রী জব্দ করা হয়।

পরে শাহিনুরকে আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে অনুমোদনহীন প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, সাধারণ মানুষদের টার্গেট করে প্রতারণা করে আসছিলেন শাহিনুর। তাকে আটক করে জরিমানা আদায় করা হয়। জব্দ করা প্রায় ১০ লাখ টাকার পণ্যসামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here