যান্ত্রিক ত্রুটির কারণে রোববার (১৮ জুলাই) বেলা ১১টা ৯ মিনিট থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বাভাবিক লেনদেনে বন্ধ রয়েছে।
ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, আমাদের সফটওয়্যারের ম্যাচিং ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে। সমস্যা চিহ্নিত করতে পেরেছে আমাদের আইটি টিম। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তবে তা সমাধানে কত সময় লাগবে তা নিশ্চিত বলা যাচ্ছে না।
ডিএসই সূত্রে জানা গেছে, বেলা ১১ টার পর থেকে কিছুটা সমস্যা শুরু হয়েছে। তবে বেলা সাড়ে ১১ টার পর থেকে সফটওয়্যার সিস্টেমটি একেবারে ডাউন হয়ে গেছে। ফলে ডিএসইতে লেনদেন বন্ধ হয়ে যায়।