ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্রসহ ৪ জঙ্গি আটক

0
415

ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্রসহ ৪ জঙ্গি সদস‌্যকে আটক করেছে ১৪ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীর সদস্য।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের নিকট থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক চারজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here