মেজর সিনহা হত‌্যার বিচার শুরু

0
1334

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচারর্কায শুরু হয়েছে।

আগমী ২৬, ২৭ ও ২৮ জুলাই মামলায় সাক্ষ‌্যগ্রহণের জন‌্য দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৭ জুন) কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত মামলার অভিযোগ গঠন করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ‌্যাডভোকেট ফরিদুল আলম মামলাটির চার্জ গঠনের শুনানি করেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রিজন ভ্যানে করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে তাদের আনা হয়। এরপর একে একে ১৫ আসামিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, গত বছর ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেক পোস্টে গুলি করে হত‌্যা করা হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here