মুরাদনগরে ধর্ষণ মামালার পলাতক আসামি গ্রেফতার

0
467

স কে মোঃ আশিক, মুরাদনগর থেকে-

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার পলাতক আসামী মিনহাজ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে নারায়নঞ্জ জেলার বন্দর থানার মদনপুর এলাকা থেকে মোবাইল ট্র্র্যাকিংয়ের মাধ্যমে তাকে গ্রফতার করা হয়। গ্রেফতারকৃত মিনহাজ (১৯) উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের মাধবপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, অভিযুক্ত মিনহাজ ও ধর্ষণের শিকার ওই কিশোরী (১৫) একই এলাকার বাসিন্দা। তাদের উভয়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। গত ১৩ আগষ্ট শুক্রবার রাতে লুডু খেলার কথা বলে মোবাইল ফোনে ওই কিশোরীকে ডেকে আনে। পরে সুযোগ বুঝে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় মিনহাজ।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয় মিনহাজের পরিবার। পরে গত ১৮ আগষ্ট বুধবার রাতে মুরাদনগর থানায় মামলা করে ওই কিশোরীর মা।

মামলার প্রেক্ষিতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রোববার রাতে নারায়নঞ্জ জেলার মদনপুর এলাকা থেকে মুরাদনগর থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রফতার করে। সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here