মারা গেছেন ‘সেক্স অ‌্যান্ড দ‌্য সিটি’ খ‌্যাত অভিনেতা উইলি গার্সন

0
1713

শারীরিক অসুস্থতাজনিত কারণে মারা গেছেন ‘সেক্স অ‌্যান্ড দ‌্য সিটি’ খ‌্যাত হলিউড অভিনেতা উইলি গার্সন। ২০ সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

উইলি গার্সনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে উইলির পুত্র নাথেন গার্সন লিখেন—‘আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। শান্তিতে ঘুমাও। আমি খুবই আনন্দিত কারণ তুমি তোমার সমস্ত অ‌্যাডভেঞ্চার আমার সঙ্গে শেয়ার করেছো। আমি তোমার জন‌্য গর্বিত। তুমি সবসময় আমার সঙ্গে থাকবে। তুমি যতটা জানো তারচেয়েও বেশি তোমাকে ভালোবাসি।’

আশি-নব্বই দশকে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে ছোট ছোট চরিত্রে অভিনয়ের মধ‌্য দিয়ে ক‌্যারিয়ার শুরু করেন উইলি। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘সেক্স অ‌্যান্ড দ‌্য সিটি’-তে স্টানফোর্ড চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। পরবর্তীতে ‘সেক্স অ‌্যান্ড দ‌্য সিটি’ সিনেমায় একই চরিত্রে অভিনয় দেখা যায় তাকে। এটি ২০০৮ সালে মুক্তি পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here