মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের গজারিয়া গ্রামে সোমবার দিবাগত রাত ১টার দিকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এসএম রিফাত মাহবুব নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ সময় তার শোবার ঘরের বিছানার নিচ থেকে শপিংব্যাগে মোড়ানো অবস্থায় ৩ রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে শিবচর থানা পুলিশ।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করি। আটক রিফাতের নামে শিবচর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।