আগের ভুল থেকে শিক্ষা না নিলে ভয়াবহ রূপ নিতে পারে করোনার তৃতীয় ঢেউ এমটাই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকায় মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ‘ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয়াদি’ নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এখন সারা দেশে ৭ হাজার রোগী করোনা চিকিৎসা নিচ্ছেন। মানুষ স্বাস্থ্যবিধি মানতে চায়না। রোগী বাড়লে হাসপাতালে জায়গা থাকবে না। মানুষ চিকিৎসা পাবে না।
এনএইচ২৪/জেএস/২০২১