বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর প্রকোপ বাড়তে থাকায় বাড়ছে অক্সিজেনের চাহিদাও।
ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস-২’ দ্বিতীয় দফায় অক্সিজেন নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির ভেতর মঙ্গলবার দুপুরে (২৭ জুলাই) বেনাপোল স্থলবন্দরে ৫টি গাড়িতে ৬৯৫ কেজি অক্সিজেন আমদানি করা হয়। ইসপেক্টরের-৪ গাড়ি ও পিওরের ১ গাড়ি।
পাশাপাশি, রাত সাড়ে ১০ টার দিকে লিন্ডে বাংলাদেশের ১০টি ট্যাংকার নিয়ে ভারতীয় অক্সিজেন এক্সেপ্রেস-২ বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌছায়। ১০ টি ট্যাংকারে ২০৮ মে.টন অক্সিজেন আমদানি করা হয়।
কনটেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (কনকর) এজেন্সি পার্টনার টিসিআই বাংলাদেশ লিমিটেড এবং তার সহযোগী প্রতিষ্ঠান এম এম ইন্টারন্যাশনাল, বাংলাদেশে এই ক্রিটিকাল শিপমেন্টটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ডেলিভালী কার্যক্রম পরিচালনা করবে বুধবার সকালে।
বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, আমদানিকৃত অক্সিজেন শুল্কায়ন কার্যক্রম ও দ্রুত ছাড় করানোর জন্য একটি টিম কাজ করছে। অগ্রাধিকার ভিত্তিতে অক্সিজেনের শুল্কায়ন করা হয়।