মহামারি করোনায় প্রতিনিয়তই বেড়ে চলছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যুর পরিসংখ্যান ভেঙে ফেলেছে অতীতের সব রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।
বুধবার (২৪ এপ্রিল) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। এ পর্যন্ত মোট ২ লাখ ১ হাজার ১৮৭ জন করোনায় প্রাণ হারিয়েছেন।
ভারতীয় চিকিৎসকদের মতে, আগামী জুন মাস পর্যন্ত করোনার বড় রকমের ঝাপ্টা চলবে দেশে। পশ্চিমবঙ্গে আগামী জুন মাস পর্যন্ত করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে।
এনএইচ২৪/জেএস/২০২১