ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ দফার প্রচারের শেষদিন বৃহস্পতিবার (৮ এপ্রিল) মাঠ গরম করতে তৈরি তৃণমূল-বিজেপি দুই শিবির।
এদিনই প্রথমবারের জন্য কলকাতায় বিজেপির হয়ে প্রচারে নামছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর তৃণমূলের হয়ে হাওড়ায় প্রচার চালাবেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সংসদ সদস্য অভিনেত্রী জয়া বচ্চন।
বিজেপিতে যোগদানের পর গ্রামাঞ্চলে প্রচার চালালেও মিঠুন কখনও কলকাতায় প্রচারে নামেননি। প্রথমবারের মতো বেহালা থেকে নিজের প্রচার কাজ শুরু করবেন তিনি।
এদিকে বুধবার রাতে এক বিবৃতিতে তৃণমূল জানিয়েছে, প্রথমে দু-তিনদিন প্রচার করার কথা বললেও আরও চারদিন তৃণমূলের হয়ে প্রচার চালাবেন বলিউডের ‘ধন্যি মেয়ে জয়া বচ্চন।
মিঠুন চক্রবর্তী তার প্রচার শুরু করবেন তৃণমূলের গড় বেহালা থেকে। বৃহস্পতিবার সকালে বেহালা পশ্চিমের হরিসভা এলাকা থেকে তার রোড শো শুরু হবে। সেখান থেকে বেহালা পূর্ব ও পশ্চিমের সংযোগস্থল আদর্শ পল্লী এলাকায় তার কর্মসূচি শেষ হবে।
অন্যদিকে মিঠুনের মতোই বৃহস্পতিবার দিনভর তৃণমূলের হয়ে হাওড়ার বিধানসভা আসনগুলোতে প্রচারে ব্যস্ত থাকবেন জয়া। সেই কর্মসূচি শেষ করে হাওড়া দক্ষিণের তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরীর হয়ে প্রচারে অংশ নেবেন অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া।
এনএইচ২৪/জেএ/২০২১