বিশ্বসেরা খেলোয়াড় আর্জেন্টাইন জাদুকর মেসি

0
501

সকলের প্রিয় ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন জাদুকর অধিনায়ক লিওনেল মেসি। একটি মাত্র বিশ্বকাপ ট্রফি জিতলেই পেয়ে যাবেন অমরত্বের স্বাদ।

সম্প্রতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। দলকে ফাইনালে তোলার পথে ৪ গোল ও ৫ এসিস্ট করেছেন তিনি।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা ফুটবলার মেসি। তার সামনে এখন একটাই বাধা, ব্রাজিল। রোববার ব্রাজিলের বিপক্ষে ফাইনাল ম্যাচটি জিতলেই সাফল্যের ষোলোকলা পূর্ণ হবে মেসির।

তবে ১৪ বারের কোপা চ্যাম্পিয়নদের স্বপ্নযাত্রা তছনছ করে দিতে প্রস্তুত রয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরাও। আর্জেন্টিনা দলে লিওনেল মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড় আছেন- এটি মেনেই ফাইনাল ম্যাচে নিজেদের ফেবারিট ঘোষণা দিলেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড রিচার্লিসন।

ফরোয়ার্ড রিচার্লিসন বলেছেন, ‘লাতিন আমেরিকায় এই প্রতিদ্বন্দ্বিতাটা রয়েছে। এর বাইরে দুর্দান্ত সব খেলোয়াড়রা আছে এখানে। আমরা পছন্দ করি বা না করি, তাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি রয়েছে। এটি প্রতিদ্বন্দ্বিতাটা আরও বাড়িয়ে দেয়।’

তিনি আরও বলেছেন, ‘আর্জেন্টিনার মোকাবিলা করা কতটা কঠিন আমরা জানি। শুধু এখনের জন্য নয়। এটি সুদীর্ঘ অতীত ধরেই হয়ে আসছে। মারাকানায় ফাইনাল ম্যাচটি খুবই কঠিন হতে চলেছে জানি। তবে চ্যাম্পিয়ন আমরাই হবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here