বিপুল অবৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ যুবক গ্রেপ্তার

0
411

৫৬টি অবৈধ পাসপোর্ট ও ৩টি জাতীয় পরিচয়পত্রসহ কক্সবাজারের ঈদগাঁও থেকে একজনকে গ্রেপ্তার করেছে ১৫ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) সদস্যরা।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি ঈদগাঁও জাগির পাড়ার মো. ইদ্রিসের ছেলে আবদুর রহমান (৩৫)।

এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় ব্যক্তি কক্সবাজার জেলার ঈদগাঁও জাগিরপাড়ার ১ নম্বর ওয়ার্ডের তৈয়ব তাহের নিজ বাড়িতে থেকে বিভিন্ন অনৈতিক কাজ (অবৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সীলমোহর অবৈধভাবে নিজ দখলে রাখাসহ বিভিন্ন কাজ) করে আসছেন।

র‍্যাব-১৫ এর একটি চৌকষ দল বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগিতায় তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন পাসপোর্ট, এনআইডি ও নকল সীলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ করে আসছেন।

এএসপি আরও জানান, গ্রেপ্তার আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here