ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে নিয়ে অনেকদিন ধরেই বিভিন্ন কথা বার্তা ঘুরে বেড়াচ্ছে বিনোদন জগতে। কিছুদিন আগে থানায় অভিযোগ করেছিলেন তাকে এমনকি হত্যা করাও হতে পারে।
আজ দুপুরে হঠাৎ করেই তার বাসায় পুলিশ পরিচয়ে কেউ প্রবেশ করতে চাইলে তিনি তাদের বাসায় ঢুকতে দেননি। এবং ফেইসবুক লাইভে পরীমনি জানান, তিনি পুলিশে ফোন করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাননি।
পরবর্তীতে জানা যায়, সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে নায়িকা পরীমনির বাসায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানরত র্যাবের কয়েকজন নারী সদস্য। সেখানে গিয়ে বিপুল পরিমাণ মদ পেয়েছেন তারা।
রাজধানীর বনানীর বাসায় বুধবার (৪ আগস্ট) বিকেলে টানা ৩ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাবের গোয়েন্দা শাখার প্রধান মুহাম্মদ খায়রুল বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পরীমনির বাসায় অভিযান চালানো হয়।
তার বাসায় অবৈধ মদ এবং বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে। মদের বারের সন্ধানও মিলেছে তার বাসায়। এসব অবৈধ মাদক রাখার দায়ে পরীমনিকে আটক করা হয়েছে।