বাগেরহাটে করোনা শনাক্তের সংখ্যা, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

0
1377

বাগেরহাটে গত কয়েকদিন ধরে ক্রমাগত বেড়ে চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। রোববার (৪ জুলাই) দুপুর পর্যন্ত জেলার সদর হাসপাতালের ৫০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি রয়েছে ৫৬ জন।

সংকট নিরসনে খুলনা ও বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসক ও নার্স আনা হচ্ছে। শনাক্তের হার বিবেচনায় এটিকে সংক্রমণের ‘দ্রুত উর্ধ্বগতি’ হিসেবে দেখছেন সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫৩ জনের করোনা শনাক্ত পাওয়া গেছে। এতে শনাক্তের হার ৪৬ শতাংশ। পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে পক্ষে সেবা দেওয়া কঠিন হবে।

জেলায় করোনা সংক্রমণের হার ৪৬ শতাংশ হলেও সদর উপজেলায় এই হার ৫৪ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৭৩ জন। মোট মৃত্যু হয়েছে ৮৯ জনের। সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৫৪ জন।

করোনা ইউনিটের জন্য সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট থাকলেও নেই আইসিইউ সুবিধা। আইসিইউ সেবা দিতে না পারায় রোগীদের খুলনাসহ বিভিন্ন হাসপাতালে হস্তান্তর করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here