দলের বেশিরভাগ শীর্ষ ক্রিকেটারদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শেষে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত না হয়নি। ধারণা করা হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহে শুরু হতে পারে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
দীর্ঘদিন কোয়ারেন্টাইনে থাকার কারণে বাংলাদেশ সফরে বিশ্রামে থাকতে পারেন দলটির তারকা ক্রিকেটাররা। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক ট্রেভর হনসের বক্তব্যেও মিলেছে এমনই ইঙ্গিত।
এনএইচ২৪/জেএস/২০২১