মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় বগুড়ায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৯ জন এবং উপসর্গে মারা গেছেন ৮ জন। একই সময় সুস্থ হয়েছেন ২২৯জন।
শুক্রবার (৩০ জুলাই) বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. ফারজানুল হক নির্ঝর অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
ডা. নির্ঝর জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে নতুন করে আরও ১৩৯ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৭.৯৬ শতাংশ। নতুন আক্রান্তদের নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৭৫৬ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৪৭৮ জন। মারা গেছেন ৫৬৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৭১৫জন।