মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ১৪৪ জনের। সুস্থ হয়েছেন ১৭৩ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার (১৩ জুলাই) অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, মারা যাওয়া ১৯ জনের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ ছিলো ১৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ ব্যক্তি ছাড়াও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শজিমেক হাসপাতাল ও টিএমএসএস হাসপাতালে আরও ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় জেলায় ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২২.১৫ শতাংশ। মোট করোনায় আক্রান্ত হলেন ১৬১৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩৮০৭ জন। মোট মারা গেছেন ৪৮০ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৮৯১ জন।